মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পলাশ রঞ্জন দে এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ইনচার্জ আখতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছাহাবুল ইসলাম, এসআই(নিঃ)/রাজীব কুমার রায় ও দিবাকালীন ডিউটিতে নিয়োজিত এএসআই/সোহেল আহমদ,
এএসআই ওবাইদুল্লাহ শেখ ও ফোর্স সহ মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানাধীন ০১নং কুচাই আবাসিক এলাকার প্রবেশ মুখ সংলগ্ন কদমতলী টু জকীগঞ্জ রোডস্থ মাছুম স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মাহবুব আলম মাসুম (৩২) পিতাঃ মোঃ নিজাম উদ্দিন, সাং আঙ্গারজুর, সালুটিকর, থানাঃ গোয়াইনঘাট, সিলেট বর্তমানে পায়রা (অর্নব/৩০), থানাঃ কোতয়ালী, জেলাঃ সিলেটকে গ্রেফতার করেন।
প্রতিনিধি