জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল মনাফের মরদেহ যুক্তরাজ্য থেকে আজ বৃহস্পতিবার দেশে আসছে। সিলেটে আর্ন্তজাতিক ওসমানি বিমানবন্দরে দুপুরের দিকে তাঁর মরদেহ এসে পৌঁছাবে বলে জানিয়েছেন মরহুমের পরিবারের লোকজন।
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় প্রথম জানাজা নামাজ শেষে নিজ জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের হবিবপুরের বাসভবনে নিয়ে আসা হবে। পরদিন শুক্রবার বিকেল তিনটায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে পুনরায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মা-বাবার কবরের কাছেই তাঁকে নিজের তৈরি করা কবরে দাফন করা হবে বলে জানা গেছে।