Home » বিশ্বনাথে প্রবাসীর বাড়ির আগুন নেভালো সেনাবাহিনী

বিশ্বনাথে প্রবাসীর বাড়ির আগুন নেভালো সেনাবাহিনী

এলাকাবাসীকে বিনামূল্যে ঔধষ ও চিকিৎসা সেবা প্রদানের পর এবার সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বসত ঘরে হঠাৎ করে লাগা আগুন নিভিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রবাসীর বাড়ির আধাপাকা বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ ফুট লম্বা ৪ রোমের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের উত্তর পাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের দুই প্লাটুন সেনা সদস্য প্রবাসীর বাড়িতে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন।

কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার পূর্বেই সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। এতে অল্পের জন্য আশপাশের লোকজনের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পায়। তবে হঠাৎ করে আগুন লাগার কারণ যায়নি।

এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল ওমর রাশেদ মনির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে দুই প্লাটুন সেনা সদস্যদের পাঠিয়ে আগুন নেভাতে সহযোগীতা করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *