Home » ‘আমরা সন্তুষ্ট’ পাকিস্তান সফর নিয়ে বিসিবি প্রধান

‘আমরা সন্তুষ্ট’ পাকিস্তান সফর নিয়ে বিসিবি প্রধান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সূচি নির্ধারণ হওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মোট তিন মাসে তিন ধাপে পাকিস্তানে তিন টি-টোয়েন্টি, একটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পাপন বলেন, ‘আমাদের অবস্থান বোঝার জন্য অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। পারষ্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান হওয়ায় আমরা সন্তুষ্ট। আইসিসির ফিউচার ট্যুর পরিকল্পনা বাস্তাবায়নে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।’

এর আগে আজ সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের সুচি প্রকাশ করে এক বিবৃতি দেয়। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল, যা অনুষ্ঠিত হবে লাহোরে। সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

এরপর আগামী মাসের ৭ থেকে ১১ তারিখ রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ শেষে ফের দেশে ফিরবে টাইগাররা। এরপর ৩ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল একটি টেস্ট খেলতে ফের করাচি যাবে বাংলাদেশ।

সিরিজের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘আমি খুব খুশি, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সমাধানে এসেছি। আমরা ক্রিকেটের দুই গর্বিত দেশ একটা সুন্দর সমাধানে পৌঁছেছি। আমরা আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহরকেও ধন্যবাদ জানাতে চাই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *