Home » আবারও ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আবারও ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

অনলাইন ডেস্ক : আবারও বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে। গতকাল স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বাগদাদের কেন্দ্রে অবস্থিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস ছাড়াও ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্টস বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে।

মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরান দাবি করলেও এই দাবি নাকচ করে দিয়েছে আমেরিকা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেছেন, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বাগদাদের আন্তর্জাতিক অঞ্চলের কাছে গ্রিন জোনের অভ্যন্তরে ছোট ছোট রকেট আছড়ে পড়ে। তবে এতে করে কারও ক্ষতি হয়নি।

ইরাকি যৌথ সামরিক কমান্ড সিএনএনকে জানিয়েছে, দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে এসে পড়েছিল। হতাহতের কোনো খবর নেই। বাগদাদে অবস্থানরত সিএনএন দল গ্রিন জোনের ভেতর থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে কোথা থেকে রকেটগুলো চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বিবৃতির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে মঙ্গলবার গভীর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *