Home » সিলেটের অপরিচ্ছন্ন সড়ক নিয়ে রাষ্ট্রপতির মন খারাপ

সিলেটের অপরিচ্ছন্ন সড়ক নিয়ে রাষ্ট্রপতির মন খারাপ

সিলেটের অপরিচ্ছন্ন সড়ক নিয়ে নিজের মন খারাপের কথা বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমবার্তনে নিজের বক্তব্যের শেষ দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘শাহাজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরো পরিষ্কার থাকবে। এখানে সেখানে পলিথিন, কলার বাকল, কাগজ পড়েছিল। বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না। তাদের পরিষ্কারের মানসিকতা হারিয়ে গেছে।

এক্ষত্রে তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে বলেন। শাবির সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬ হাজার ৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় রাষ্ট্রপতি স্বর্ণপদক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *