Home » ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন আরোহী ছিলেন।বুধবার (৮ জানুয়ারি) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। ইরানের বার্তা সংস্থা ফার্স বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নামের বোয়িং ৭৩৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রুসহ যাত্রী ছিলেন ১৮০ জন।বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ বলেন, বিমানটিতে আগুন ধরে গেছে। সেখানে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। হয়তো কিছু যাত্রীকে আমরা বাঁচাতে সক্ষম হব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *