সিলেট মহানগর পুলিশের ১০ সদস্য পাচ্ছেন বাংলাদেশ পুলিশের আইজিপি পদক। আগামী ৬ জানুয়ারি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তাদের হাতে পদক তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।
সিলেট মহানগর পুলিশের যে সদস্যরা ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি পদক) পাচ্ছেন, তারা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম- দক্ষিণ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) ইয়াহিয়া আল মামুন, জালালাবাদ থানার সহকারী কমিশনার মো. মতিয়ার রহমান, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত)
মো. শাহ আলম, শাহপরান থানার এসআই (নিরস্ত্র) সোহেল রানা, মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) রাজিব কুমার রায়, অস্ত্রাগার ইনাচার্জ এসআই (সশস্ত্র) সাইফুল ইসলাম চৌধুরী, এসআই (নিরস্ত্র) ইকবাল হোসেন এবং কনস্টেবল (প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্স) শাহ জালাল।
এসব সদস্যকে অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।