অনলাইন ডেস্ক : ইউরোপীয় লিগে খেলেন এমন সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে প্রতি বছর সাম্বা ডি’অর বা সাম্বা গোল্ড পুরস্কার দেওয়া হয়। প্রথম গোলরক্ষক হিসেবে ব্রাজিলের এই পুরস্কার জিতলেন আলিসন। এই পুরস্কার জয়ের পথে ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো এবং পিএসজি তারকা নেইমারকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন লিভারপুল গোলরক্ষক।
এবার লিভারপুল গোলরক্ষক ৩৫.৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ফিরমিনো পেয়েছেন ২৩.৪৮ শতাংশ ভোট। ২০১৯ সালে আলিসন ইউরোপীয় ক্লাব ফুটবলের তিনটি শিরোপা জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি।