Home » নতুন বছরে যে পাঁচটি রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো

নতুন বছরে যে পাঁচটি রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো

অনলাইন ডেস্ক: গত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের রেকর্ড বইয়ে অসংখ্যবার নিজের নাম তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন দশকে নিঃসন্দেহে আরও কিছু রেকর্ড নিজের নামে করবেন সিআর সেভেন। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকটা বিশ্বরেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন রোনালদো। ২০২০ সালেই যে রেকর্ডগুলো ভেঙে নিজের নামে করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সে রকম পাঁচটি সম্ভাব্য রেকর্ডের দিকে তাকানো যাক। 

সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়: এ পর্যন্ত নিজের ক্লাব ক্যারিয়ারে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। ম্যান্চেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছেন পর্তুগীজ তারকা। ২০২০ সালে জুভেন্টাসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করতে পারলে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির ছুঁয়ে ফেলবেন রোনালদো।

১৯৫৬-১৯৬৬ পর্যন্ত সময়ে ফ্রান্সিসকো জেনতো রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। সেটিই এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড হিসাবে চিহ্নিত হয়। এই রেকর্ডে অচিরেই থাবা বসাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো।  ইউরোয় গোল করার সর্বকালীন নজির : এখনও পর্যন্ত চারটি ইউরো কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মোট ৯টি গোল করেছেন রোনালদো।  টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নিরিখে রোনালদো রয়েছেন প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে। ২০২০ টুর্নামেন্টে একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে আসবেন। 

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক করার রেকর্ড ইতিমধ্যেই রোনাল্ডোর নামে রয়েছে, তবে এককভাবে নয়। এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রেকর্ড ভাগ করে নিচ্ছেন লিওনেল মেসি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে একটি হ্যাটট্রিক করলেই মেসিকে টপকে এককভাবে এক নম্বরে চলে আসবেন রোনালদো। 
 
বিশ্বের সেরা তিনটি লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড : প্রথম ফুটবলার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি-এ’র এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়তে পারেন সিআর সেভেন। ইংল্যান্ড ও স্পেনে ইতিমধ্যেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার ইতালিয়ান লিগে তিনি ১০টি গোল করে যুগ্মভাবে চার নম্বরে রয়েছেন। মৌসুমের শেষে বাকিদের পিছনে ফেরে সিরি-এ’র সর্বোচ্চ গোল স্কোরার হলেই ইতিহাস গড়বেন রোনালদো। 

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ড : আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১০৯টি গোল করার বিশ্বরেকর্ড রয়েছে ইরানের আলি দেইয়ের নামে। রোনালদো পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি গোল করেছেন। এ বছর জাতীয় দলের হয়ে আর ১১টি গোল করলেই রোনালদো বিশ্বরেকর্ড নিজের নামে করবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *