Home » বহু অপবাদ দেয়া হয়েছে আওয়ামী লীগকে : প্রধানমন্ত্রী

বহু অপবাদ দেয়া হয়েছে আওয়ামী লীগকে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। কিন্তু কোনো জুলুম-নির্যাতনে-নিপীড়নে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্বও করছেন তিনি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগই রাজনীতির স্মার্টনেস দেখিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা স্মার্ট না, আওয়ামী লীগ নেতারা আধুনিক না, আওয়ামী লীগে শিক্ষিত লোক নেই— এমন অনেক অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু যারা নিজেদের স্মার্ট বলে ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের অর্থনৈতিক সক্ষমতার জন্য স্মার্টনেস কাজে লাগিয়েছে। মানুষ কিন্তু তাদের স্মার্টনেস থেকে কিছু পায়নি। রাজনীতির যে স্মার্টনেস, তা আওয়ামী লীগেই দেখিয়েছে। আওয়ামী লীগই দেখিয়েছে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হয়।

শেখ হাসিনা বলেন, মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।নেতৃত্ব নেয়ার সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিল না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি।

বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ্য ছিল। আজকে দেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি, যা সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে। ‘আজকে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে’-যোগ করেন শেখ হানিনা।

আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি। আজ সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সংঘবদ্ধ। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ টুডে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *