বঙ্গবন্ধু বিপিএলে শুরু থেকেই চলছে রাজশাহী রয়্যালসের রাজ। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে হেরেছে মাত্র একটিতে। ঢাকায় তৃতীয় পর্বের দ্বিতীয় দিন পদ্মা পাড়ের দলটি কুমিল্লা ওয়ারিয়র্সকেও হারায় ১৫ রানে। এদিকে দল হারলেও টি-টোয়েন্টি সুলভ ধুন্ধুমার ক্রিকেট খেলে মন জয় করে নিয়েছেন সৌম্য সরকার।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মালিক-রাসেলের ঝড়ে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৯০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজশাহী। টার্গেটে খেলেতে নেমে সৌম্যর ৮৮ রানের ইনিংসে ভর ১৭৫ রানে থামে কুমিল্লার ইনিংস।
শেষ দুই ওভারে চার-ছয়ের বৃষ্টি ঝরিয়েও ম্যাচ জেতাতে পারেননি জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান। ৪৮ বলে ছয়টি ছয় ও পাঁচটি চারের মারে তিনি এই রান করেন। মাঝে সাব্বির ২৩ বলে ২৫ রানের ধীরগতির ইনিংস না খেললে গল্পটা অন্যরকম হতে পারত। এ ছাড়ে ওপেনার ভ্যানজিল ২১ ও ডেবিড ওয়াইজ। রাজশাহীর হয়ে একটি করে উইকেট নেন রাসেল, ইরফান, মালিক ও ফরহাদ রেজা।
এর আগে আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। ব্যাট করতে নেমে আফিফ-লিটনে দুর্দান্ত শুরু করে।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই ২৪ রান লিটন আউট হয়ে সাজঘরে ফিরে গেলে দলীয় ৫৬ রানে ভাঙে রাজশাহীর ওপেনিং জুটি। এরপর ক্রিজে এসে দুর্দান্ত খেলতে থাকেন শোয়েব মালিক। ৩ ছয় ও ৫ চারের মারে তার ব্যাট থেকে আসে ৬১ রান। এটিই দলীয় সর্বোচ্চ।
ওপেনিংয়ে নামা আফিফের ব্যাট থেকে আসে ৪৩ রান। মাত্র ৩০ বলে তিনি এই রান করে। শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। মাত্র ২১ বলে চারটি ছয়ের মারে ৩৭ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। কুমিল্লার হয়ে একটি করে উইকেট নেন মুজিব, সানজামুল ও সৌম্য।
প্রতিনিধি