Home » ইউটিউবের ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জন

ইউটিউবের ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জন

অনলাইন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। ইউটিউব কর্তৃপক্ষ সমপ্রতি এ প্রতিষ্ঠানকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করে সম্মানিত করেছে। ১০ লাখ মানুষ কোনো চ্যানেল সাবস্ক্রাইব করলেই ইউটিউব সেটিকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ দেয়। ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান।

এটি আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দীর্ঘ ৩২ বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে নির্মাণ হচ্ছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এ ছাড়াও এই প্রতিষ্ঠানটি প্রতিবছর দুই ঈদে দু’টি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ এবং বিভিন্ন বিশেষ দিনে

এটিএন বাংলার জন্য ‘পাঁচফোড়ন’- নামে একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। ২০১৬ সালের শেষের দিকে ফাগুন অডিও ভিশন নিজেদের চ্যানেলে কন্টেন্ট দেয়া শুরু করে। ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৪৫টি ভিডিও আপলোড করে স্বল্প সময়ের ব্যবধানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ১০ লাখ ছাড়িয়ে যায়। ভিউয়ের বিপরীতে এই চ্যানেলের ওয়াচ টাইমও বেশি।

ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার ইত্যাদি’র নির্মাতা গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, অনেক চ্যানেলের ভিড়ে এখনো ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান বিশেষ করে ‘ইত্যাদি’ দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। আর দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত। আমরা মনে করি ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রাপ্তি আমাদের প্রতি দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *