বঙ্গবন্ধু বিপিএলে শুরু থেকেই চলছে রাজশাহী রয়্যালসের রাজ। তারা এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে হেরেছে মাত্র একটিতে! ঢাকায় তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে পদ্মা পাড়ের দলটি মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্সের। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মালিক-রাসেলের ঝড়ে কুমিল্লা ওয়ারিয়র্সকে তারা ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দেন।
আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। ব্যাট করতে নেমে আফিফ-লিটন দুর্দান্ত শুরু করেন।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই ২৪ রান করে লিটন দাস সাজঘরে ফিরে গেলে দলীয় ৫৬ রানে ভাঙে রাজশাহীর ওপেনিং জুটি। এরপর ক্রিজে এসে দুর্দান্ত খেলতে থাকেন শোয়েব মালিক। ৩ ছয় ও ৫ চারের মারে তার ব্যাট থেকে আসে ৬১ রান। এটিই রাজশাহীর ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
ওপেনিংয়ে নামা আফিফের ব্যাট থেকে আসে ৪৩ রান। মাত্র ৩০ বলে তিনি এই রান করেন। শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। মাত্র ২১ বলে ৪টি ছয়ের মারে ৩৭ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। কুমিল্লার হয়ে একটি করে উইকেট নেন মুজিব, সানজামুল ও সৌম্য।
প্রতিনিধি