তীব্র শীতে বিপর্যস্ত দেশের জনজীবন। শীতে জবুথবু রাজধানীবাসী। তার ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পুরো দিনে সূর্যও চোখ মেলে তাকায়নি একবারও।আজ শুক্রবার ছুটির দিন, এমন দিনে আরাম-আয়েশে বাসায় লেপ-কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা, কিন্তু না। তীব্র শীত উপেক্ষা করে বঙ্গবন্ধু বিপিএলে খেলা দেখতে মিরপুরে ঢল নেমেছে দর্শকদের।
গত আট ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়ায় বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। ঢাকা ও চট্টগ্রামে দুই পর্ব খেলা শেষে দুই দিন বিরতির পর আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় পর্বের খেলা। প্রথম ম্যাচ লড়েছে ঢাকা প্লাটুন্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স।
ছুটির দিন হওয়াতে দর্শকের ভিড় দেখা গেছে একটু বেশি। শুক্রবার হওয়ায় প্রথম খেলা ছিল অন্যদিন থেকে আধ ঘণ্টা পরে দুপুর ২টায়। ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারির একাংশ ভরে যায়। প্রথম ইনিংস শেষে প্রায় পুরো গ্যালারিই ভরে যায়। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড, নর্থ স্ট্যান্ড, শহীদ জুয়েল ও মোশতাক স্ট্যান্ডের অধিকাংশ আসনই ছিল ভরা।
ঢাকায় প্রথম পর্বের শুরুতে দর্শক খরা ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকরাও মাঠমুখী হতে থাকেন। চট্টগ্রামে দ্বিতীয় পর্বের শুরুতে দর্শক দেখা গিয়েছিল বেশ। তবে শেষ দুই দিন আবার খরা দেখা যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে দর্শক মাঠে ফিরলেও প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন্স হতাশ করেছে দর্শকদের। দর্শকরা মাঠে আসেন টি-টোয়ন্টির মার দেখতে। কিন্তু এই ম্যাচে তামিম-মুমিনুলরা চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১২৩ রান করে।
প্রতিনিধি