অনলাইন ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। তবে কেউ বেঁচে আছেন কিনা, তা জানা যায়নি।
স্থানীয় সময় আজ শুক্রবার সকালে দেশটির আলমাটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
বিবিসি অনলাইন জানায়, প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন।
আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছে এমন ফুটেজ প্রকাশ প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রতিনিধি