সিলেট সিটি করপোরেশন (সিসিক) নিজেদের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এক হাজার ২২৮ কোটি টাকার প্রকল্প পেয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ প্রকল্প পাস হয়।বৃহৎ এই প্রকল্পের বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নকে প্রাধান্য দেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দায়িত্বে থাকাকালীন সিলেট মহানগরীর উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতা হচ্ছে ১২শ’ কোটি টাকার প্রকল্প।মোমেন বলেন, সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, বিভিন্ন ধরনের ক্যাবল মাটির নিচে নিয়ে যাওয়া, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার কাজে এই টাকা ব্যয় হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের জন্য যে ১২শ’ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, তা হবে দেশীয় অর্থায়নে। ফলে টাকা পাওয়া নিয়ে জটিলতা হবে না। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিগত নির্বাচনে তিনি ইশতেহারে আলোকিত ও উন্নত সিলেট গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই কাজ চলছে। আগামী মাসেই এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। সিলেটকে দৃষ্টিনন্দন করে গড়তে প্রকল্প হবে বলেও জানান তিনি।
চলতি মাসেই দেশে
ই-পাসপোর্ট চালু হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথমে সীমিত আকারে এটি
চালু হবে। ই-পাসপোর্টের সাথে অনেক দেশকে সংযুক্ত করতে হচ্ছে। পরবর্তীতে
সবাই এটি পাবেন।
প্রতিনিধি