Home » গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

অনলাইন ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়িতে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. রতন (২৯)। শনিবার দিবাগত রাতে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত রতনের বাড়ি উপজেলার মাহতাবপুর গ্রামে।

পুলিশের দাবি, রতন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং রতনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে সোনাইমুড়ির মাহতাবপুর গ্রামে অভিযান চালিয়ে রতনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী তাকে সঙ্গে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।

এ সময় আগে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা রতনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায় রতন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *