Home » উত্তাল ভারতে নায়িকার খোলামেলা ছবি, সমালোচনার ঝড়

উত্তাল ভারতে নায়িকার খোলামেলা ছবি, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক : সংশোধনী আইন নিয়ে জ্বলছে ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে তীব্র আন্দোলন। আন্দোলন দমাতে পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খোলামেলা ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী দিশা পাটনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র খবরে বলা হয়, সম্প্রতি একটি সংস্থার  বিজ্ঞাপনের জন্য শুট করেন দিশা পাটনি। সেখানে তিনি বিকিনি পরে শুট করেন। আর এ ছবি সামনে আসতেই শুরু হয় সমালোচনা।অনেকেই প্রশ্ন তোলেন, ভারত যখন আন্দোলনে পুড়ছে তখন এ নায়িকা খোলামেলা ছবি পোস্ট করছেন কেন। অনেকেই তার হিতাহিত জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক বিজেপি সমর্থক দাবি করেছেন, এনআরসি ও সিএএ থেকে নজর ঘোরাতে দিশাকে দিয়ে বিরোধীরা এ ফটোশুট করিয়েছেন।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তাতে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার প্রমুখ। অনেকেই আবার বিপক্ষেও অবস্থান নিয়েছেন। কোনো পক্ষ না নিলেও দিশা খোলামেলা ফটোশুট করে সমালোচনার শিকার হলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *