Home » কি পেলাম, কি পেলাম না তা নিয়ে ভাববেন না,প্রধানমন্ত্রী

কি পেলাম, কি পেলাম না তা নিয়ে ভাববেন না,প্রধানমন্ত্রী

রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের শুরুতে তিনি এই আহ্বান জানান।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতি করতে এসে কি পেলাম, কি পেলাম না তা নিয়ে ভাবা যাবে না। সাধারণ মানুষের অধিকার যেন আদায় হয়, আপনারা সেভাবে কাজ করবেন।এ সময় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার আদর্শ মেনে সবাইকে চলতে হবে। যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শীতের তীব্রতা বেড়েছে। সকালে রাজধানীতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আমরা চাচ্ছি কর্মসূচি সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে। বিকেলের আগেই নতুন কমিটির নেতা নির্বাচিত করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই অধিবেশনের শেষ পর্যায়ে আপনারা নতুন নেতা নির্বাচন করবেন। আমরা চাচ্ছি, কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করে বিকেলের আগেই নতুন নেতা নির্বাচনের কাজ সম্পন্ন করতে।

এর আগে, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *