অনলাইন ডেস্ক: ২০২০ আইপিএলের নিলামে (IPL Auction 2020) যে ক’জন বড় নাম অবিক্রীত রইলেন তাঁদের অন্যতম ইউসুফ পাঠান (Yusuf Pathan)। বৃহস্পতিবার হওয়া নিলামে দল পাননি ইউসুফ। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেওয়ার পর বেস প্রাইস ১ কোটি টাকায় নিলামে নেমেছিলেন তিনি। কিন্তু তরুণ খেলোয়াড়দের ছেড়ে তাঁকে নিতে রাজি হয়নি কোনও দলই। দাদা ইউসুফকে এই পরিস্থিতিতে বিশেষ বার্তা দিলেন ভাই ইরফান। টুইটারে দাদার উদ্দেশে তিনি লিখলেন, ‘‘ছোটখাটো ধাক্কায় তোমার তোমার কেরিয়ার বর্ণিত হবে না। তুমি সব সময়ই অসাধারণ। একজন সত্যিকারের ম্যাচ উইনার। তোমায় সব সময়ই ভালবাসি লালা।”
সানরাইজার্স হায়দরাবাদ চেয়েছিল ইউসুফকে ছেড়ে দিতে। এবারের নিলামে তারা তরুণ খেলোয়াড়দের দিকে ঝুঁকেছিল। বড় নামের দিকে সেভাব তাকাতে চায়নি। সাতজন খেলোয়াড়কে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এঁদের মধ্যে পাঁচজনই অলরাউন্ডার।
মিচেল মার্শ ও ফ্যাবিয়ান অ্যালেনকে ছাড়া আর সব তরুণদেরই দলে নিয়েছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, সঞ্জয় যাদব ও বাভানাকা সন্দীপকে দলে নিল তারা।
২০১৯ আইপিএল মরশুম খুব খারাপ গিয়েছে ইউসুফের। বলা যায় দুঃস্বপ্নের মতো। ১০ ম্যাচে খেলে মাত্র ৪০ রান করেছিলেন তিনি। গড় ১৩.৩৩। সর্বোচ্চ ১৬ নটআউট। গোটা মরশুমে মাত্র ছ’টি বল করার সুযোগ পেয়েছিলেন। উইকেট পাননি।
এর আগে ২০১৮ সালেও তিনি সেভাবে সাফল্য পাননি। ১৫টি ম্যাচ খেলে ২৬০ রানের বেশি করতে পারেননি। গড় ২৮.৮৮। একটিও অর্ধশতরান করতে পারেননি। মাত্র একটা উইকেট পেয়েছিলেন।
এবারের আইপিএলে সবথেকে বড় আকর্ষণীয় নাম প্যাট কামিন্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি খেলোয়াড় হলেন তিনি। ১৫.৫০ কোটিতে তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
প্রতিনিধি