অনলাইন ডেস্ক : ফেসবুক থেকে ২৬ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেছে। ওই তথ্য অনলাইনে একটি ডেটাবেস আকারে রাখা ছিল। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক বলছে, ডেটাবেসটি গত সপ্তাহে একটি অনলাইন হ্যাকার ফোরামে ডাউনলোডের জন্য উন্মুক্ত ছিল। যেটি অপরাধকারীদের একটি ফোরাম বলে ধারণা করা হচ্ছে।
এর আগে এ বছরের শুরুর দিকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার দায়ে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।এবারের তথ্য ফাঁসে যাদের অ্যাকাউন্ট থেকে তথ্য সরানো হয়েছে, তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। আইডি, ফোন নম্বর, নামসহ স্পর্শকাতর তথ্য ফাঁস হয় এই ডাটাবেসের মাধ্যমে।
ফেসবুকের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। তবে ব্যাবহারকারীদের তথ্যকে আরও সুরক্ষিত করার জন্য আমরা বিগত কয়েক বছরে অনেক পরিবর্তন এনেছি। এই তথ্যগুলো সম্ভবত তার আগের প্রাপ্ত তথ্য।’
এর আগে যুক্তরাজ্যের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক থেকে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য নেওয়ার অভিযোগ ওঠে। যা পরে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নামে পরিচিত। এ ছাড়া প্লেইন টেক্সট ফরম্যাটে লাখো ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে ফেসবুক।
প্রতিনিধি