প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
তিনি বলেন, ‘‘বিশ্বের দুইজন সেরা প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। বাংলাদেশের ইতিহাসে সাহসী রাজনৈতিক, দক্ষ প্রশাসন, সফল কূটনৈতিক ও জনবান্ধব সরকারের নাম শেখ হাসিনা সরকার। তিনি আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’’
রোববার দুপুরে বরিশাল শহরে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, বেড়েছে বৈদেশিক আয়।’’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘‘বিএনপির আন্দোলনের মরাগাঙে জোয়ার আর আসবে না। খালেদা জিয়া দুই বছর জেলে থাকলেও বিএনপি দুই মিনিটও আন্দোলন করতে পারেনি। বিএনপির নেতা নেই। নেতৃত্ব আসে কারাদণ্ডে দণ্ডিত ওপারের এক ড্যান্সারের হুকুমে। আর ওই হুকুম শুনে পুতুল ফখরুল নাচে।’’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘পোস্টার, ব্যানার আর বিলবোর্ডে সুন্দর ছবি দিয়ে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে মানুষকে ভালবাসতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের সুবিধাবাদী আর খারাপ লোকের দরকার নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের ত্যাগী নেতা-কর্মীকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন রক্ষা করতে হলে শেখ হাসিনা সরকারকে বার বার ক্ষমতায় দরকার।’’
সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
বরিশালের সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঞ্চলনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
এর আগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
নির্বাহী সম্পাদক