Home » জগন্নাথপুর রানীগঞ্জ রোডে বাইক এক্সিডেন ২ নিহত

জগন্নাথপুর রানীগঞ্জ রোডে বাইক এক্সিডেন ২ নিহত

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ রোডে বাইক এক্সিডেন্ট ২ নিহত হন। এক্সিডেন্ট পর গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পর্বতীতে ডাক্তার তাদের নিহত বলে ঘোষনা করে ।

জগন্নাথপুর ছিলাউড়া হলদিপুর ইউনিয়নের ছিলাউড়া গ্রামের খলিল মিয়ার ছেলে মো.সার্জান মিয়া (২৩)ও আব্দুল হক মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (২৮) নামের দুই ব্যক্তি রানিগঞ্জ টু জগন্নাথপুর রোডে রানিগঞ্জ থেকে আসার পথে গন্বর্বপুর এলাকায় রবিবার বিকাল ২:০০ টার সময় ঘটনা হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ দুটিরয়েছে।

তাদের এক্সিডেন্ট মূল কারণ হেল্মেট না থাকা এবং টার্নিং এ অভার স্পিডিং করার ফলেই গাছের সাথে ধাক্কা লাগার করনে দুইজনই মারা যান, বাইক নং সিলেট ল ১১-২১৬৬ ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *