সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ৯নং দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার আনন্দ মিছিল ও শুভা যাত্রা শেষে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার আহমদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রুবেলের পরিচালনায় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি বর্তমান নব গঠিত কমিটির মাধ্যমে দাউদপুরে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম আরো গতিশীল হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। পাশাপাশি নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান।
সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক, সাংগঠনিক সম্পাদক রাজীব দাস, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মনছুর আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি সজিবুল ইসলাম, আতিকুল হক ফুল, মুমিন আহমদ, রাজন আহমদ, সাঈদ আহমদ, এমাদ আহমদ, রুম্মান আহমদ, নজমুল ইসলাম, আমান আহমদ, সুজন আহমদ, শাফি আহমদ, ছালা উদ্দিন, এনাম আহমদ, মামুন আহমদ, কামাল আহমদ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তাজুল আহমদ, রাজু আহমদ, ছাত্রলীগ নেতা শাহান আহমদ, তারেক আহমদ,শাহেদ আহমদ, খোকন শাহজাহান আহমদ, কবির আহমদ, রনি, কামেল, কামরান, ফয়সাল, কাইয়ুম, মাহের, নাহিদ প্রমুখ।
নির্বাহী সম্পাদক