জৈন্তাপুর প্রতিদিন: সিলেটের জৈন্তাপুরে বন্দুকসহ সৈয়দ মো. হাফিজ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত হাফিজ সিলেট নগরীর কোয়ারপাড়ার বাসিন্দা।
জানা যায়- আটককৃত হাফিজ সিসিক কাউন্সিলর শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী। সৈয়দ হাফিজ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের কমলা বাড়িতে তার জায়গা রয়েছে বলে স্বীকার করেন। ওই জায়গা ভোগদখলে একটি কুচক্রিমহল বাধা প্রদান করছে। নিজের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত বন্দুক নিয়ে ওই জায়গায় যান হাফিজ। সেখানে এলাকাবাসীর সাথে বাকবিতন্ডা শুরু হলে এলাকাবাসী হাতে আগ্নেয়াস্ত্র দেখে আটক করে পুলিশে তুলে দেন।
এলাকাবাসী জানান- কমলা বাড়িতে হাফিজের কোন জায়গা নেই। ওই জায়গা সে দখলে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে কমলা বাড়িতে যায়। সেখানে পৌছার পর অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগেই এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে।এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান- আটককৃত হাফিজের সাথে থাকা বন্দুকটি তার লাইসেন্সধারী।