রাজনীতির মূলমন্ত্র হচ্ছে সততা,নিষ্ঠা,স্বচ্ছতা,পরিশ্রম।রাজনৈতিক নেতা সবাই হতে পারে না।এর জন্য প্রয়োজন স্বার্থহীনতা, ত্যাগী মনোভাব।রাজনীতি তার দ্বারাই সম্ভব,যে কিনা জনসাধারণের কথা সর্বদাই ভাবতে থাকেন।বর্তমান প্রেক্ষাপটে তা বলা বাহুল্য যে,প্রকৃত স্বচ্ছ রাজনীতি খুবই দূর্লভ। আজকাল রাজনীতি শুধুই স্বার্থপরতায় ছেয়ে গেছে। এর থেকে যত দ্রুত সম্ভব পরিত্রাণ না পেলে জাতি অদূর ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত সমস্যায় তলিয়ে যাবে! তাই রাজনীতিতে স্বচ্ছতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে। আমার দেখা বর্তমান সময়ের এক অন্যতম স্বচ্ছতার প্রতীক রাজনৈতিক নেতা এডভোকেট ফরিদ আহমেদ।তিনির স্বার্থহীন ত্যাগের কারণেই লাখ টাকার চাকরি ও বিদেশের আরামের জায়গা ত্যাগ করে আওয়ামী দলকে সুসংগঠিত করা ব্যক্তির নাম এডভোকেট শাহ ফরিদ আহমেদ।ত্যাগী রাজনীতি আমাকে বরাবরই আকৃষ্ট করে। তিনির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের প্রতিটি কাজ আমার বা আমাদের কাছে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। নিজের অর্থবিত্তের মোহে আটকে না থেকে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে।সকলের সহযোগিতাকে নিজের দায়িত্ব মনে করে সেবা করে চলেছেন সমাজের প্রতিটি অঙ্গণে।সমাজের সেবক হওয়ার স্বপ্নকে আগলে রেখেই এগিয়ে চলেছেন নিজ গন্তব্যের দিকে।সিক্ত হয়েছেন মানুষের অগাধ অকৃত্রিম ভালোবাসায়।বর্তমান রাজনীতির এমন সংকটকালে স্বচ্ছ রাজনীতির মশাল হাতে দীপ্তমান দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছেন জনতার নেতা এডভোকেট শাহ ফরিদ আহমেদ।তাই সকলের, তৃনমূল ও মাঠের কর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই আসন্ন সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রার্থীতা করবেন এডভোকেট শাহ ফরিদ আহমেদ।এখন অবধি তৃনমূল ও মাঠের কর্মীদের চাহিদা শীর্ষে এডভোকেট শাহ ফরিদ আহমেদ।তিনির মধ্যে রয়েছে প্রতিশ্রুতি পূরণের এক ব্যাকুলতা।জনসাধারণ, তৃণমূল ও মাঠের কর্মীদের অনুপ্রেরণা থেকেই তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন।তাই এডভোকেট শাহ ফরিদ আহমদের একটাই চাওয়া,কিভাবে মানুষের সেবা করে সিলেট জেলা আওয়ামী লীগকে তৃণমূলের এবং মাঠের কর্মীদের পূর্বের বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এডভোকেট শাহ ফরিদ আহমেদ।এই লক্ষ্য পূরণে তিনি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকলের দোয়া,আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী।
জয় হোক তৃনমূল ও মাঠের কর্মীদের চাওয়া।
জয় হোক স্বচ্ছ রাজনীতির।
জয় হোক জননেতা এডভোকেট শাহ ফরিদ আহমেদ ভাইয়ের।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু। ✌✌✌
লিটন দে
সহ-সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ
বিশ্বনাথ উপজেলা শাখা, সিলেট।
নির্বাহী সম্পাদক