সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে।
সেই কমিটির সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ ও সাধারণ সম্পাদক হলেন নিজাম উদ্দিন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আবার বহাল করা হয়েছে। এর আগে একটি কমিটি ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল করা হয়েছে।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাতে সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সভাপতি এবং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই হিরণ মিয়াকে নিয়ে নানা ভাবে সমালোচনার করা হয় ।
এরপর মঙ্গলবার ২৬ নভেম্বর ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়।
এ নিয়ে মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে হিরণ মিয়াকে অনুপ্রবেশকারী উল্লেখ করে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানান সদর উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগন। তাদের দাবির ভিত্তিতেই কমিটি বাতিল করা হয়েছে।
এখন ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গঠিত হবে বলেও জানিয়েছে জেলা আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র।