Home » সুনামগঞ্জ পৌর শহরে নির্ধারণ হলো রিকশা ভাড়া!

সুনামগঞ্জ পৌর শহরে নির্ধারণ হলো রিকশা ভাড়া!

সুনামগঞ্জ প্রতিদিন : সুনামগঞ্জ পৌর এলাকার মানুষদের দাবি ছিলো রিকশা ভাড়া নির্ধারণ। প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের প্রথম ক্ষমতায় আসার পর নির্ধারণ করা ভাড়া পরিবর্তন না হওয়ায় রিকশা চালকরা মন অনুযায়ী ভাড়া দাবি করতো এবং এতে বিপাকে পড়েন পৌরবাসী। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে নতুন করে ভাড়া নির্ধারণ করলো সুনামগঞ্জ পৌরসভা। এতে সর্বোচ্চ রিকশা ভাড়া রাখা হয়েছে ২৫ টাকা ও সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৮ টাকা। যার প্রতিটি হিসাব আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে শুরু হয়েছে।


সুনামগঞ্জ পৌরসভার দেওয়া তথ্যমতে, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে জলিলপুর ২৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে সৈয়দ শের আলী রোড ওয়েজখালী পয়েন্ট ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে নতুন বাসস্টেশন  ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে নতুন কোর্ট পয়েন্ট ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে বড়পাড়া নদীর পাড় ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে পূর্ব তেঘরিয়া ১০ টাকা,

আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে পশ্চিম তেঘরিয়া ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে জামতলা ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা আরপিন নগর ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে নতুন পাড়া ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাক থেকে শান্তিবাগ ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে বাঁধন পাড়া ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাক থেকে সদর হাসপাতাল ও সুনামগঞ্জ সরকারি কলেজ ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে উকিল পাড়া ৮ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট)

এলাকা থেকে কাজীর পয়েন্ট ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে ষোলঘর ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে মোহাম্মদপুর ব্রীজ ২০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে নবীনগর পয়েন্টে ১৫ টাকা ও নবীনগর শেষ পর্যন্ত ২০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে হোসেন বখত চত্বর ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে বিহারী পয়েন্ট ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে ময়নার পয়েন্ট ১০ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট)

এলাকা থেকে হাসনগর মাদ্রাসা পয়েন্ট ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে সুলতানপুর ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে আপ্তাব নগর ২০ টাকা এবং আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে পাঠানবাড়ী, গুজাউড়া, কেজাউড়া পর্যন্ত ২৫ টাকা এবং আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে গণিপুর শেষ প্রান্ত ২০ টাকা নির্ধারণ করেছে সুনামগঞ্জ পৌরসভা।


এদিকে এই ভাড়ার চার্টটি খুব দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার প্রত্যেকটি জরুরী পয়েন্ট গুলো সাটানো হবে বলে জানিয়েছেন পৌর কতৃপক্ষ। তাছাড়া কোন রিকশা চালক নির্ধারিত ভাড়া না নিতে রাজি না হলে তার বিরুদ্ধে জরিমানা বা পৌর মেয়রের কাছে অভিযোগ দেওয়ার কথাও বলেছেন পৌর কতৃপক্ষ।


এব্যপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমরা রিকশা শ্রমিক মালিকদের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করেছি। যদি কোন রিকশা চালক পৌরসভার নির্ধারণ করা ভাড়া না মানে তাহলে রিকশা চালককে মারধর না করে সুন্দর করে বুঝিয়ে পৌরসভায় নিয়ে আসার জন্য অথবা তার রিকশার লাইসেন্স নাম্বারটি লিখে পৌরসভায় এসে জানালে আমরা ব্যবস্থা নিবো। 

এলাকা থেকে হাসনগর মাদ্রাসা পয়েন্ট ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে সুলতানপুর ১৫ টাকা, আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে আপ্তাব নগর ২০ টাকা এবং আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে পাঠানবাড়ী, গুজাউড়া, কেজাউড়া পর্যন্ত ২৫ টাকা এবং আলফাত স্কয়ার রোড (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে গণিপুর শেষ প্রান্ত ২০ টাকা নির্ধারণ করেছে সুনামগঞ্জ পৌরসভা।


এদিকে এই ভাড়ার চার্টটি খুব দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার প্রত্যেকটি জরুরী পয়েন্ট গুলো সাটানো হবে বলে জানিয়েছেন পৌর কতৃপক্ষ। তাছাড়া কোন রিকশা চালক নির্ধারিত ভাড়া না নিতে রাজি না হলে তার বিরুদ্ধে জরিমানা বা পৌর মেয়রের কাছে অভিযোগ দেওয়ার কথাও বলেছেন পৌর কতৃপক্ষ।


এব্যপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমরা রিকশা শ্রমিক মালিকদের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করেছি। যদি কোন রিকশা চালক পৌরসভার নির্ধারণ করা ভাড়া না মানে তাহলে রিকশা চালককে মারধর না করে সুন্দর করে বুঝিয়ে পৌরসভায় নিয়ে আসার জন্য অথবা তার রিকশার লাইসেন্স নাম্বারটি লিখে পৌরসভায় এসে জানালে আমরা ব্যবস্থা নিবো। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *