Home » মকসুদ হোসেনের শ্বশুর হাজী মকসুদ বক্ত এর ইন্তেকাল

মকসুদ হোসেনের শ্বশুর হাজী মকসুদ বক্ত এর ইন্তেকাল

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব, সকল গণতান্ত্রিক ও দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন সংগ্রামের অন্যতম সিপাহসালার দুর্নীতি বিরোধী আন্দোলনের সফল সংগঠক মকসুদ হোসেনের শ্বশুর বন্দরবাজারস্থ সাবেক এমবি ওয়াচের সত্বাধিকারী বিশিষ্ট ঘড়ি ব্যবসায়ী বৃহত্তর কাজীটুলা ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী হাজী মকসুদ বক্ত গতকাল বিকেল পৌণে ৫ টায় তার ২০ নং মক্তবগলিস্থ নিজ বাসভবন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ আসর কাজীটুলা উচা সড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুর সংবাদে কাজীটুলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবি নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব এক বিবৃতিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব, সকল গণতান্ত্রিক ও দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন সংগ্রামের অন্যতম সিপাহসালার দুর্নীতি বিরোধী আন্দোলনের সফল সংগঠক মকসুদ হোসেনের শ্বশুর হাজী মকসুদ বক্ত এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন আজ বাদ আসর তার নামাজে জানাজায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাংখীদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *