জৈন্তাপুর প্রতিদিন : সিলেটের জৈন্তাপুরে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান ও মাদ্রাসার আরবী প্রভাষক বাবুল হোসাইনের মধ্যে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে নিয়ে বাক বিতন্ডা জড়ীয়ে পড়ে। এক পর্যায় অধ্যক্ষ মুজিবুর রহমান অপেন হার্ট সার্জারির রোগী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বাবুল হোসাইনের উপর হামলা করে।
তাদের দুজনের হাতাহাতির ঘটনার চিৎকার শুনে এগিয়ে আসেন ফারুক হোসাইন নামের আরেক সহকারী শিক্ষক৷ ঐ শিক্ষকের উপর চড়াও হন অধ্যক্ষ এবং চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন৷ অধ্যক্ষের আঘাতে সহকারী শিক্ষক ফারুক হোসেন আহত হয়ে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান। উল্লেখ্য জৈন্তাপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্টানে অধ্যক্ষ মুজিবুর রহমানে বিরুদ্ধে মাদ্রাসার ফান্ডের নামে শেকায়েফ থেকে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
অধ্যক্ষ মুজিবুর রহমান প্রতিবেদকে জানান তিনি মাওঃ বাবুল হোসাইনের সাথে কোন আলাপ করেননি এবং সহকারী শিক্ষক ফারুক এর সাথে ও কোন খারপ আচরন করেন নি। ফারুক হোসাইন পাল্টা তার উপর হামল করেছে। তিনি মাদ্রাসার ফান্ডের নামে কোন টাকা আত্মসাৎ করেননি। মাদ্রাসার সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানান আমি আজকের ব্যাপারে কিছুই জানিনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির স্থায়ী কমিটির সদস্য সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির বলেন অধ্যক্ষের বিরুদ্ধে ইতোপূর্বেও প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ অভিযোগ আছে৷ আজকের ঘটনার পর পর আহত শিক্ষক বিষয়টিি আমাকে জানান৷ আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি৷ বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন কে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি৷ ঘটনার পর পর মাদ্রাসার অধ্যক্ষ উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে গোপনে যোগাযোগ করেন বলে একাধিক সূত্র জানায়৷
প্রতিনিধি