সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে গাঁজাসহ ইন্তাজ আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের চকরাম প্রসাদ গ্রামের মৃত ইছাক আলীর পুত্র।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের এএসপি নাহিদ হাসানসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ নভেম্বর) বেলা ২টায় অভিযান চালিয়ে নিজ বসত বাড়ির পেছন থেকে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়।
সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।