জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনকারী ইউপি মেম্বার আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সিলেটের জকিগঞ্জে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নির্যাতনের ঘটনাটি তিন মাস আগের বলে জানা যায়।
বৃহস্পতিবার
(২১ নভেম্বর) সিলেটের কানাইঘাট থেকে তাকে আটক করে পুলিশ। আটকের খবর
নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ভারত পালিয়ে যাওয়ার সময় সিলেটের সীমান্ত এলাকা কাড়াবাল্লা থেকে তাকে আটক করা হয়েছে।
তবে নির্যাতনের ভিডিও গত কয়েকদিন ধরে ঘুরছে ফেসবুকে। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ায় অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেপ্তারে অভিযান নেমেছিল পুলিশ।
প্রতিনিধি