Home » জকিগঞ্জে হাত-পা বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

জকিগঞ্জে হাত-পা বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।নির্যাতনের ঘটনাটি তিন মাস আগের বলে জানা গেছে। তবে নির্যাতনের ভিডিও গত কয়েকদিন ধরে ঘুরছে ফেসবুকে। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ায় অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করছে।

সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, নির্যাতনের ঘটনাটি ঘটেছে চার-পাঁচ মাস আগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।তবে, নির্যাতিত আফজল মিয়া এখনো কোনো মামলা দায়ের করেননি। নির্যাতিত ব্যক্তি মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, আবদুস সালামের বিরুদ্ধে নির্যাতনের আরও অনেক অভিযোগ রয়েছে। গত ১২ নভেম্বর আব্দুস সালাম বিচারের নামে স্থানীয় আব্দুল মান্নান নামের একজনকে জনসম্মুখে নির্যাতন করেন।

এই অপমান সহ্য করতে না পেরে মান্নান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন- এমন একটি অভিযোগও এসেছে পুলিশের হাতে।ফরিদ উদ্দিন জানান, মারধরের অভিযোগও তদন্ত করছে পুলিশ। এর মধ্যেই এই ভিডিওটিও পাওয়া গেছে। অভিযুক্ত ওই ইউপি সদস্যকে গ্রেপ্তারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানান ফরিদ উদ্দিন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *