অনলাইন ডেস্ক :
সিরীয় সংকট নিয়ে বুধবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র জানায়, এরদোগান ও ট্রাম্প ‘সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।’ খবর বার্তা সংস্থা এএফপির।
হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে জানায়, দুই নেতা সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করেন।
হোয়াইট হাউস পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে তারা আরও নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে রাজি হয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার জন্য ট্রাম্প রাশিয়াকে সতর্ক করার পর এই ফোনালাপটি হল।
ট্রাম্প জানান, রাসায়নিক অস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।