Home » বিশ্বনাথে ওরসের নামে অশ্লীল কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন

বিশ্বনাথে ওরসের নামে অশ্লীল কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে নুরাই শাহ মাজারে ওরসের নামে গান-বাজনা-মদ-গাঁজা-নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের প্রতিবাদে মিছিল-মানবন্ধন অনুষ্ঠিত হয়। (২১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সর্বস্থরের মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাসিয়া সেতুর ওপর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষে হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা তালুকদার ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও আশিকুর রহমান সাঈদ এবং ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী, মুহাদিস মাওলানা নূরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, শিক্ষক মাওলানা আবদুল মতিন, মাওলানা সাদিক সিরাজী, উপজেলা তালামীযের সভাপতি আবদুল মুক্তাদির ফয়ছল, জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাসান বিন ফাহিম, লতিফিয়া ইমাম সমিতির সভাপতি এম এ সুয়েব।

কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান সিরাজী ও দোয়া পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ইসলাম উদ্দিন লতিফি, মাওলানা লুৎফুর রহমান, আবু ইউসুফ, ওলিউর রহমান, আবু সুফিয়ান, ইসলাম উদ্দিন, অ¦দুল কাদির, খায়রুজ্জামান, মাহবুবুল ইসলাম আঙ্গুর, ফারুক আহমদ প্রমুখ। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা

গ্রামের নুরাই শাহ (রহ:) মাজারকে কেন্দ্রে করে দশপাইকা গ্রামে কিছু উগ্রপন্থি লোকজন মিয়ে প্রতি বছর গান-বাজনা-মদ-গাঁজা ও জোয়ার আসর বসিয়ে নারীদের নিয়ে সারা রাত অশ্লীলতায় মেতে উঠে। অথচ তার পাশে রয়েছে দশপাইকা আলিম মাদরাসা, জামে মসজিদ, আবাসিক হাফিজিয়া মাদরাসা, স্কুল-কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

(আজ) বৃহস্পতিবার পবিত্র ওরস মোবারকের নামে গান-বাজনা-মদ-গাঁজা-নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাসে এ ধরনের অনুষ্ঠান ধর্মপ্রাণ মুসলিম জনতা কোনো কিছুতে মেনে নেবে না। এটাকে কেন্দ্রে করে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা ক্ষোদ্ধ হয়ে আছেন। যেকোনো সময় গঠে যেতে পারে রক্তক্ষীয় সংঘর্ষ। ওরসের নামে এসব অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবি জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *