অনলাইন ডেস্ক: নোয়াখালীর চৌমুহনী উপজেলায় রেলওয়ে স্টেশন মার্কেটে আগুন অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন মার্কেটে নূর ক্রোকারিজ নামের একটি দোকানের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ে স্টেশন মার্কেটের নূর ক্রোকারিজ নামের একটি দোকানের পেছনে আগুন লাগে।
কিছুক্ষণের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।