ফের পেজ থ্রি-র শিরোনামে উঠে এলেন মিলিন্দ সোমন। বরফের দেশে গিয়ে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ হলেন মিলিন্দ। তাঁদের সেই ভিডিয়োই হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি লাদাখে বেড়াতে যান মিলিন্দ সোমন।
স্ত্রীকে সঙ্গে নিয়েই পাহাড়ের রাজ্যে পাড়ি দেন মিলিন্দ-অঙ্কিতা। সেখানে গিয়ে স্ত্রী অঙ্কিতার ঠোঁটে যখন মিলিন্দ ঠোঁট ডুবিয়ে আদর করেন, সেই ভিডিয়ো উঠে আসে সোশ্যাল সাইটে। মিলিন্দ এবং অঙ্কিতার সেই ভিডিয়োই হু হু করে ভাইরাল হয়ে যায়। দেকুন মিলিন্দ-অঙ্কিতার সেই ভিডিয়ো ২০১৮ সালের ২২ এপ্রিল অঙ্কিতা কোনওয়ারকে বিয়ে করেন মিলিন্দ সোমন।
২৬ বছরের ছোট অঙ্কিতার সঙ্গে মিলিন্দ কীভাবে গাঁটছড়া বাঁধলেন, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও শত সমালোচনার মাঝেও এ বিষয়ে কোনওকিছুই গায়ে মাখেননি মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ার। মাইলিন জাম্পানোইয়ের সঙ্গে ২০০৬ সালে গাঁটছড়া বাঁধেন মিলিন্দ সোমন। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০০৯ সালে মিলিন্দের সঙ্গে মাইলিনের বিচ্ছেদ হয়ে যায়।