অনলাইন ডেস্ক: কলকাতার নির্মাতা অতনু ঘোষের ‘রবিবার’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭শে ডিসেম্বর। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন দুই বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জয়া আহসান। এর আগে অতনুর সিনেমায় দুজনই অভিনয় করেছেন। সেসবের মধ্যে প্রথম ছবি ‘ময়ূরাক্ষী’-তে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’-এ অভিনয় করেছেন জয়া। একটা সস্পর্কের গল্প ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’।
ছবিতে দেখা যাবে জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা ভেঙে যায়। হঠাৎ একদিন রবিবারে তাদের আবার দেখা হয়। ছবিটিতে প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভ চরিত্রে, আর জয়ার চরিত্রের নাম সায়নী। সমপ্রতি সিনেমাটির টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ইকো এন্টারটেইনমেন্ট। সিনেমার টিজারে প্রশংসায় ভাসছেন প্রসেনজিৎ, জয়া দুজনেই।

প্রতিনিধি