শুদ্ধবার্তা ডেস্ক: নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মা হয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন ওলিজা। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রহমান। ডিপজল বলেন, ‘নানা হওয়ার আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। প্রথম নানা হলাম, আনন্দটা অনেক বেশি। বাসায় উৎসবের মতো একটা পরিবেশ বিরাজ করছে। আল্লাহ’র রহমতে আমার মেয়ে ও নাতি দু’জনই ভালো আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’
এদিকে, গত বছরের জুনে বিয়ে করেন ওলিজা মনোয়ার। স্বামী অর্পণ, পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর গেল বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।ওলিজা মনোয়ার বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকাপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে একটি তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিনিধি