Home » মৌলভীবাজার রাজনগরে বকাটের চুরিঘাতে তরুনী গুরুতর আহত

মৌলভীবাজার রাজনগরে বকাটের চুরিঘাতে তরুনী গুরুতর আহত

মৌলভীবাজার, রাজনগর মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বখাটে মাসুম মিয়া (২০) এর ছুরিকাঘাতে আহত হয়ে কলেজ ছাত্রী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গত এপ্রিল মাসে শ্লীলতাহানির জন্য এই মেয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছিল।গত শনিবার ৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে রাজনগর উপজেলার চৌধুরী বাজার এলাকায় এই ছুরিকাঘাত ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় উত্তরভাগ ইউপির ছোয়াব আলী বাজার এলাকায় সন্তোষ দেবের মেয়ে সুমা রাণী (১৮) সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামে মামার বাড়ি থেকে লেখাপড়া করছে।সে রাজনগর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কয়েক মাস ধরে রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের মখলিছ মিয়ার ছেলে বখাটে মাসুম মিয়া (২০) মেয়েটিকে কলেজে যাওয়া আসার পথে উত্যেক্ত করত ও নানা প্রকার কুপ্রস্তাব দিয়ে আসছিল।তাই মেয়েটির পরিবার একাধিকবার বখাটে মাসুমের পরিবারের সদস্যদের জানিয়ে আসছিল।এর পরও মাসুম বখাটেপনা ছাড়ছিলো না।
গত ২৩ এপ্রিল মঙ্গলবার সাড়ে ৯ টার দিকে দুই বান্ধবী মিলে এইচএসসি ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্ষেমসহস্র ক্যানেলের ব্রীজের পাশে আসা মাত্রই বখাটে মাসুম মিয়া মেয়েটিকে কুপ্রস্তাব করে।এতে সে রাজি না হওয়ায় মেয়েটিকে ধরে ধস্তাধস্তি শুরু করে এবং টানা হেছড়া করে যৌনপীড়া দেয়।এতে মেয়ের কলেজের জামা ছিড়ে যায়। তাই মেয়েটি সাথে সাথে রাজনগর থানায় লিখিত অভিযোগ করে।মামলা নং ২০ তারিখ ২৫/৪/১৯ ইং রেকর্ড করা হয়।এই ঘটনার পর থেকে বখাটে মাসুম পলাতক ছিলো।
শনিবার ৯ নভেম্বর দুপুরে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে চৌধুরীবাজার এলাকায় মৃত কুটি মিয়ার বাড়ির পাশে উৎপেতে থাকা কয়েকজন ধারালো ছুরি দিয়ে সুমির উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে সুমি সুরচিৎকার করলে এলাকার লোকজন মেয়েটিকে আহত অবস্থায় বখাটেদের হাত থেকে রক্ষা করেন।মেয়েটির শরীরের অনেক জায়গায় ধারালো ছুরির আঘাত ও কাটা রক্তাক্ত জখম পাওয়া গেছে।সাথে সাথে স্থানীয়রা বখাটে মাসুমকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সুমি কে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেকে থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন।
এদিকে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) জনাব আবুল হাসিম সাহেব বলেন বখাটে মাসুমের বিরুদ্ধে মেয়েটি গত এপ্রিল মাসে মামলা করেছিল ও বর্তমানে মামলাটি মৌলভীবাজার আদালতে বিচারাধীন অবস্থায় আছে।গত শনিবার ৯ নভেম্বর দুপুরে খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় বখাটে মাসুম কে আটক করেছি।এ ঘটনায় থানায় মামলার জন্য প্রস্তুতি চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *