অনলাইন ডেস্ক: স্ত্রী ও তিন সন্তানের পরিবার। অভাবের কারণে পরিবারের সদস্যদের মুখে তিন বেলা খাবারের জোগান দেওয়া কষ্টকর হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে নিজের চার দিনের ছেলে সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জেলার মঙ্গলকোটের নারায়ণপুরের আদিবাসী পাড়ার।
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলকোটের আদিবাসীপাড়ার বাসিন্দা সোম মুর্মু ও মেনকা মুর্মু তাদের চারদিনের ছেলে সন্তানকে এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। এই ঘটনার কথা জানতে পেরেই মুর্মুদের বাড়িতে যান কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। নিজের সন্তানকে ১০ হাজারে বিক্রির কথা স্বীকারও করে নেন মা-বাবা।
বাবা সোম মুর্মু বলেন, ‘আমার ক্ষমতা নেই ছেলেকে ভালোভাবে মানুষ করার। ওর ভালো ভবিষ্যতের জন্যেই বেচে দিয়েছি।স্থানীয়রা জানিয়েছেন, মুর্মু দম্পতির আরও তিন সন্তান আছে। বড় মেয়ের বয়স ৯ বছর।সন্তান বিক্রির টাকা দিয়ে কী করেছেন জানতে চাইলে সোম মুর্মু বলেন, ‘ওই টাকায় অন্য ছেলের চিকিৎসা করিয়েছি। চাল, ডাল ছিল না। সেগুলো কিনেছি।