Home » ইজিবাইক ও বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত

ইজিবাইক ও বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের মাগুরমারি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহি একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি এলাকায় যাত্রী বোঝাই ব্যাটারিচালিত ইজিবাইকটি সেখানে মোড় নিচ্ছিল। এ সময় বাসের চাপায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ইজিবাইকের সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ চারজন ঘটনাস্থলে মারা যান। 

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, দুর্ঘটনার খবরে আমরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আমাদের উপর চড়াও হন। তাদের জন্য আমরা ঠিকমত উদ্ধার কাজ করতে পারছি না। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধরা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীদের উপড় চড়াও হন। বিক্ষুব্ধরা আধুনিক সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন বলে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মনছুর আলম জানান। এখনো উদ্ধার কাজ চলছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *