Home » ফের ধামাকা, কুমার শানুর মেয়ে শ্যাননের সঙ্গে গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়া

ফের ধামাকা, কুমার শানুর মেয়ে শ্যাননের সঙ্গে গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়া

অনলাইন ডেস্ক : কুমার শানুর মেয়ে শ্যানন কে-এর সঙ্গে গান রেকর্ড করলেন হিমেশ রেশমিয়া। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই গাই গাইতে দেখা যায় শ্যাননকে। জানা যাচ্ছে,পরবর্তী সিনেমা হ্যাপি হীর অ্যান্ড হার্ডি-র জন্য কুমার শানুর মেয়ে শ্যাননের সঙ্গে গান রেকর্ড করেন হিমেশ রেশমিয়া। টিকটক নাম দিয়ে সেই হিমেশের সঙ্গে নতুন গান রেকর্ড করতে দেখা যায় শ্যাননকে।

ম্প্রতি রানাঘাটের রানু মণ্ডলকে দিয়ে হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবির জন্য গান রেকর্ড করান হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়র সঙ্গে গান রেকর্ড করার পর কার্যত জীবন বদলে যায় রানু মণ্ডলের। শোনা যায়, সলমন খানের পরবর্তী সিনেমায় নাকি গান গাইবেন রানু। শুধু তাই নয়, সলমন নাকি রানু মণ্ডলকে একটি বাড়িও উপহার দেন বলে শোনা যায়। যদিও ওই গুঞ্জনের পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন খোদ সলমন খান। তিনি জানান, রানু মণ্ডলকে কোনও বাড়ি উপহার দেননি তিনি। পাশাপাশি তাঁর পরবর্তী সিনেমায় রানু মণ্ডল গান গাইছেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন সলমন খান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *