জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের ওপর হামলার ঘটনায় এবং দাঙ্গার প্রস্তুুতি নেয়ার অভিযোগে পুলিশ অস্ত্রসহ ১৩ জনকে গ্রেফতার করেছে আজ মঙ্গলবার বিকেলে তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এই দুইটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। অস্ত্র ও হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ইসহাকপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রুহুল আমিন টিপু (২৯), আব্দুল গণির ছেলে আব্দুল কছির (৩৯), হবিব উল্লার ছেলে আব্দুল কাইয়ুম (৫০), মৃত আব্দুল মতিনের ছেলে আব্দুর রশিদ (৪২), মৃত আব্দুর নুরের ছেলে জুয়েল আহমদ (২৯)
জগন্নাথপুর গ্রামের মৃত হারিছ উল্লার ছেলে শফিকুল ইসলাম খেজর (৩৬), সামছুল হকের ছেলে এনাম আহমদ (২৬), দিনাজপ্রু জেলার খানসেবা থানার হুলিহারা গ্রামের আকবল আলী ছেলে আব্দুল মতিন (৪২), সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বড়ইকান্দির তাহির আলীল ছেলে সুমন আহমদ (৩৮), জন্তার লামা মহাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইছ উদ্দিন (৩০), আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ আলী (৩২), সিরাজুল হকের ছেলে নাছির উদ্দিন (২১) ও আব্দুল খালেকের ছেলে আল আমিন (২০)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানান, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরের আব্দুল জলাল এর পক্ষের সুন্দর আলীর ছেলে সরোয়ার হোসেন (২১) এবং একই এলাকার আব্দুস সাত্তারের পক্ষের লাল মিয়ার ছেলে রানা মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলছিল। প্রায় আড়াই বছর পূর্বে রানা মিয়ার ওপর হামলা করে সরোয়ার। এই ঘটনায় প্রতিশোধ নিতে আড়াই বছর পর গত ২৮ অক্টোবর জগন্নাথপুরের আছিমশাহ’র ওরুস থেকে রাতে বাড়ি ফেরার পথে মনাইভাংতি নামকস্থানে সরোয়ার হোসেনের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সোমবার গভীর রাতে পুলিশ খবর পায় দাঙ্গা সৃষ্টির জন্য ভাড়াটিয়া লোকজন এলাকায় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়েছে। এমন খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সত্তারের ভাই লন্ডন প্রবাসি আব্দুল কাহারের বাড়ি থেকে অস্ত্রসহ ১৩ জন গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে গ্রেফতারকৃত ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। অপর দিকে হামলায় শিকার আহত যুবকের বাবা সুন্দর আলী বাদি হয়ে ২২জনকে আসামী করে মামলা করেছেন আজ। এঘটনায় অস্ত্র আইনে গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে ৫ জনকে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রতিনিধি