Home » স্টিমেইজ স্কুলের উদ্যোগে স্টিমেইজ উশু ক্লাবের শুভ উদ্বোধন

স্টিমেইজ স্কুলের উদ্যোগে স্টিমেইজ উশু ক্লাবের শুভ উদ্বোধন

সিলেট শহরের ব্যতিক্রমধর্মী স্টিমেইজ স্কুল ইংলিশ মিডিয়াম ‘স্টিমেইজ স্কুলের উদ্যোগে স্টিমেইজ উশু ক্লাবের উদ্বোধন করা হয়।

৪ নভেম্বর সোমবার দুপুর ১২টায় হাউজিং এস্টেট এলাকায় অত্র বিদ্যালয়ের স্পোর্টস সেন্টারে এ স্টিমেইজ উশু ক্লাব শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টিমেইজ স্কুলের ভাইস প্রিন্সিপাল এম. আই. সাদী, আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্টিমেইজ উশু ক্লাবের প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, স্টিমেইজ স্কুলের অপারেশন ম্যানেজার কাজী লুৎফুর রহমান, কো-অর্ডিনেটর শাহনাজ মোহাম্মদ, একাউটেন্ট রুবেল মিয়া, সিলেট জেলা উশু এসোসিয়শনের কোষ্যধক্ষ তানভীর চৌধুরী।
স্টিমেইজ স্কুলের ভাইস প্রিন্সিপাল এম. আই. সাদী বক্তব্য বলেন, আত্মরক্ষা, শরীর চর্চা ও অধিক মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে স্টিমেইজ উশু ক্লাবের যাত্রা শুরু। শিক্ষার্থীরা কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে পারবে সে বিষয়ের উপর বিভিন্ন কলা-কৌশল শেখানো হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে উশু প্রশিক্ষণ গ্রহণ করেন।
এসময় বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্টিমেইজ উশু ক্লাবের প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, উশু হচ্ছে কমল্পিট মার্শাল আর্ট হয়তো অনেকে অজানা, সমাজের মধ্যে ছোট-খাটো অনেক ঘটনা ঘটে থাকে। উশু প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তিনি বলেন, উশু শুধু আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নয়, এ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজের দেশের সুনাম অর্জন করা সম্ভব। তাই আমি মনে করি স্টিমেইজ স্কুলের মতো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উশু প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রশিক্ষনে সহযোগিতা করেন রাজন তালুকদার, আবু মোকাম্মিল সাঈফ, তাওসিয়া আক্তার ইমু প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *