বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবিশ) এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ৫
সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার এসোসিয়েশনের
কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক শেখ রুমেল আহমদ
স্বাক্ষরিত একপত্রে এ কমিটি অনুমোদন করেন।
কমিটির দায়িত্ব প্রাপ্তরা
হলেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জয়নাল আবেদীন (সুনামগঞ্জ সদর
সাব-রেজিষ্ট্রার অফিস), সাধারণ সম্পাদক মোঃ নিজাম আল-দ্বীন (সিলেট সদর
সাব-রেজিষ্ট্রার অফিস), সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ (মৌলভীবাজার সদর
সাব-রেজিষ্ট্রার অফিস), সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ (সিলেট সদর
সাব-রেজিষ্ট্রার অফিস), সহ-সাধারণ সম্পাদক মোজাহার হোসেন রুবেল (চাড়াভাঙ্গা
সাব-রেজিষ্ট্রার অফিস হবিগঞ্জ)।
উল্লেখ্য প্রেরিত পত্রে সিলেট বিভাগীয়
কমিটির নেতৃবৃন্দকে ৭ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান
করেন কেন্দ্রীয় কমিটি। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক