Home » ভয় পাবেন সঞ্জয় দত্তকে দেখলে, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মিশেলেই কি তৈরি হল পানিপথ

ভয় পাবেন সঞ্জয় দত্তকে দেখলে, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মিশেলেই কি তৈরি হল পানিপথ

অনলাইন ডেস্ক : পানিপথ-এর যুদ্ধে কীভাবে মুখোমুখি হলেন সদাশিব রাও এবং আহমেদ শা আবদলি, তার সুন্দর ছবি ফুটে উঠেছে এই ট্রেলারে মুক্তি পেল পানিপথ-এর ট্রেলার। পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই সিনেমায় মারাঠা যোদ্ধা সদাশিব রাও ভাও-এর চরিত্রে দেখা যাচ্ছে অর্জুন কাপুরকে। কৃতী শ্যাননকে দেখা যাচ্ছে সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈ-এর চরিত্রে। অন্যদিকে পানিপথ-এর ট্রেলরে যিনি সবচেয়ে বেশি নজর কাড়লেন তিনি হলেন আহমেদ শা আবদালি অর্থাত সঞ্জয় দত্ত। পানিপথ-এর যুদ্ধে কীভাবে মুখোমুখি হলেন সদাশিব রাও এবং আহমেদ শা আবদলি, তার সুন্দর ছবি ফুটে উঠেছে এই ট্রেলারে। 

অন্যদিকে পানিপথ-এর ট্রেলর দেখলে আপনার বাজিরাও মস্তানি এবং পদ্মাবত-এর কথা মনে পড়ে যাবে। যেখানে অর্জুন কাপুরের সঙ্গে বাজিরাও মস্তানির রণবীর সিংয়ের অনেক মিল রয়েছে। অন্যদিকে, সঞ্জয় দত্তের সাজপোশাক দেখলে আপনার মনে পড়বে পদ্মাবত-এর রণবীর সিং অর্থত আলাউদ্দিন খলজির চরিত্রটির কথা। কিন্তু পদ্মাবত এবং বাজিরাও মস্তানির কথা আপনার যতই মনে পড়ুক ন কেন, অর্জুন কাপুর, কৃতী শ্যানন এবং সঞ্জয় দত্তের পানিপথ-এর ট্রেলার বেশ ভালই লাগবে আপনার। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা।সূত্র: জিনিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *