Home » ৫০টি ডিম খাওয়ার বাজি, ৪২টি খাওয়ার পরই মৃত্যু

৫০টি ডিম খাওয়ার বাজি, ৪২টি খাওয়ার পরই মৃত্যু

অনলাইন সংস্করণ: মজা করার জন্য বাজি ধরেছিলেন। আর সেটাই হয়ে গেল মৃত্যুর কারণ। আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। বাজি জেতার চক্করে প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে। ৫০টি ডিম খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে—এমনই বাজি ধরা হয়েছিল। কিন্তু ৪২টি ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা করা যায়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বিবিগঞ্জ বাজারে। জানা গেছে, ৪২ বছরের সুভাষ যাদব ট্রাক্টর ও বোলেরো চালাতেন। শুক্রবার বিবিগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে ডিম খেতে গিয়েছিলেন। সেখানে কথায় কথায় কে কয়টি ডিম খেতে পারে, এ নিয়ে কথা শুরু হয়। এরপরই দুই ব্যক্তি বাজি ধরেন—৫০টি ডিম ও এক বোতল মদ খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে। সুভাষ রাজি হয়ে ডিম খেতে শুরু করেন। ৪১টি ডিম খেয়েও ফেলেছিলেন। ৪২টি ডিম খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিলে মৃত্যু হয় তাঁর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *