Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামে শোকের মাতম চলছে। কান্নায় ভারী হয়ে ওঠেছে বাতাস।

নিহতরা হলেন, আ. মন্নানের পুত্র মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মো. রাসেল (১৪) ও রাসেলের মা মোসা. হামিদা বেগম (৩৫)। স্থানীয় কাকচিড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. বাদল পহলান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে দেলোয়ার মিয়া বাগান থেকে সুপারি গাছ কাটতে গেলে গাছ হেলে পড়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুস্পৃষ্ট হন, এ সময় তার চিৎকারে ভাইয়ের ছেলে মো. রাসেল ও পরে ভাইয়ের স্ত্রী হামিদা এগিয়ে আসলে তিনজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কাছে কোন ইনফরমেশন না জানিয়ে ২৪০ ভোল্ট পাওয়ার কভারবিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *